আগামী ২০ তারিখ নওয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠক করেছেন অভয়নগর উপজেলা এবং নওয়াপাড়া পৌর জাতীয় পার্টি। গতকাল ১১ সেপ্টেম্বর শনিবার এশার নামাজের পর নওয়াপাড়া পৌর জাতীয়পার্টির উদ্যোগে নওয়াপাড়া সার সমিতি ভবনে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার লুৎফর রহমান, প্রল্হাদ কুমার সাহা, যুগ্ম আহবায়ক,মোঃ জাহাঙ্গীর আলম, সিকদার সাইদ আলম,সার্জেন মোঃ গিয়াসউদ্দিন। আব্দুল কাদের মোল্ল্যা,শেখ ফরিদ হোসেন।
আব্দুল্লাহ বিশ্বাষ।শ্রী অলোক কুমার, অভয়নগর জাতীয় যুব সংহতি আহ্বায়ক এম ফরিদুল ইসলাম, শ্রমিক নেতা ওমর আলি,কালাম সিকদার, মোঃ আকরাম আলি সহ ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মি এবং উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির মেয়র পদ প্রার্থী ফারাজী আলমগীর হোসেন, উক্ত বৈঠকে তাদের মূল আলোচনার বিষয় ছিলো গনতন্ত্রের স্বার্থে তারা নির্বাচনে যে কোনো পরিস্থিতিতে মাঠে থাকতে চাই একতাবদ্ধ হয়ে।
#চলনবিলের আলো / আপন