ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুর বারো টায় বিএনপি’র কার্য্যালয়ের সামনে প্রায়ত সভাপতি আজগর আলীর স্মরণে ও উপজেলা বিএনপি’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসাংবিধানিক ফেসিবাধী আওয়ামী লীগের এই সরকারকে কঠোর আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।
আওয়ামী দুঃশাসনে দেশে বিএনপির নেতা- কর্মী আসামী হয়ে কারাবরণ সহ নানাভাবে হয়রানি হচ্ছে। অসংখ্য নেতা কর্মী গুম ও হত্যার শিকার হয়েছে। করোনাকে পুঁজি করে সব কিছুই হাতের মুঠোয় নিয়েছে এ সরকার। তিনি আরো বলেন ডিজিটাল নিরাপত্তা আইন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গণমাধ্যমের গিলা টিপে কন্ঠ রুদ্ধ করে রেখেছে। গণমাধ্যম দেশের সত্য কথা লিখতে পারছে না।
হরিপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সভাই বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, বিএনপি’র সহ-সভাপতি তরিকুল ইসলাম, ৫নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মংলা সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। মতবিনিয়ম সভার তৎপূর্বে হরিপুর উপজেলা শাখা বিএনপি’র প্রয়াত সভাপতি আজগর আলীর কবর জিয়ারত ও তার পরিবারে গিয়ে সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছেন।
#চলনবিলের আলো / আপন