দলকে সুসংহত করতে বরিশালের আগৈলঝাড়ায় দীর্ঘ দিন পরে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহাসিন ইসলাম হাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্র্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বরিশাল জেলা জাপার সদস্য এসএম পারভেজ রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কে এম শামসুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, যুগ্ম সম্পাদক মো. আবু হানিফ মৃধা, সাংগঠনিক সম্পাদক এফএম জুয়েল রানা, দপ্তর সম্পাদক মো.আলতাফ হোসেন, রাজিহার ইউনিয়ন জাপা সভাপতি কাজী এনামুলসহ দলীয় নেতা কর্মীরা।
#চলনবিলের আলো / আপন