‘গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক’ এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল বুধবার আটঘরিয়া বাজার পল্লী বিদ্যুৎ অফিস সংলঘœ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খান এর সঞ্চালনায় ও যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন আলম এর সার্বিক তত্বাবধানে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব জেলা বিএনপির সিদ্দিকুর রহমান সিদ্দিক, বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর বিএনপির আহবায়ক আওরঙ্গজেব বাচ্চু, দেবোত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার হায়দার রাঙা, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুল ইসলাম সন্টু, সদস্য সচিব বাবুল করিম, মাজপাড়া ইউনিয়ন বিএনটির আহবায়ক রুহুল আমীন সরদার, চাঁদভা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ মোল্লা, আটঘরিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিব রায়হান প্রমূখ।