রুহিয়া থানা বিএনপি’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০১ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে রুহিয়া থানা বিএনপি’র অফিসে রুহিয়া থানা শাখা বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে সীমিত পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা কৃষকদলের সভাপতি আইনুল হক, সাধারন সম্পাদক লুৎফর রহমান, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল হক, সাধারন সম্পাদক শামসুল আলম, ১৪ নং রাজাগাও ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নুরু, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইশারুল ইসলাম, সাধারন সম্পাদক যদুনাথ বর্মনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় এবং মোনাজাত করেন
রুহিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক।