মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

কোটি পরী মণি নির্যাতনের শিকার হচ্ছে : মোমিন মেহেদী  

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৩:৩৪ অপরাহ্ণ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের রাজনৈতিক-প্রশাসনিক অপশক্তির কারণে কোটি কোটি পরীমণি নির্যাতনের শিকার হচ্ছে। অনেক ব্যক্তি ও সংগঠন একজন পরী মণির মুক্তির দাবিতে সমাবেশ করলেও কোটি কোটি পরী মণি সারাদেশে নির্যাতিত হচ্ছে, তাদের জন্য ভাবতে হবে। প্রতিহত করতে হলে মা-বোনদেরকে নিরাপদ রাখতে হলে সবাইকে ধর্ম-মানবতা ও সচেতনার রাস্তায় এগিয়ে যেতে হবে।
২৭ আগস্ট সকাল ১০ টায় ‘জাতীয় কবি : নারী-পুরুষের রাজনৈতিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় জাতীয় সাংস্কৃতিকধারার আয়োজনে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় সাংস্কৃতিকধারার  সহ-সভাপতি তিলোত্তমা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অধিকাংশ লেখায় আমরা নারীর প্রতি শ্রদ্ধা দেখেছি। নারীর ক্ষমতায়নে নীতি-আদর্শ-সততায় অগ্রসর হতে হবে বাংলাদেশের রাজনীতি সচেতন নতুন প্রজন্মের প্রতিনিধিদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। বন্ধ করতে হবেই নারী-পুরুষ নির্যাতন-নিষ্পেষন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর