এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ আব্দুস সামাদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত. মতিয়ার সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬জুন) সকাল ৬টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশ ক্রমে থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এএসআই কামাল ও এএসআই বাবর আলীর নেতৃত্বে উপজেলার কাজিরহাটের তিন রাস্তার মোড়ের আলমগীর হোসেনের কীটনাশকের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গাড়ীসহ আটক করা হয়।
পরে উপস্থিত লোকজনের সামনে পিকআপটিতে তল্লাসী চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-জব্দকৃত পিকআপটির বডির নীচে বিশেষ কায়দায় পৃথক ভাবে তৈরী করা ১১টি চেম্বারের ভীতরে ২০০ বোতল ফেনসিডিল লুকিয়ে রাখা ছিলো। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।