পাবনার আটঘরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কতৃর্ক আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষ্যে অস্বচ্ছল ৬০জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে “খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার সময় আনসার ভিডিপি কার্যালয়ে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ করেন আটঘরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আল ইমরান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা আনসার কমান্ডার মোঃ জাহাঙ্গীর, দলনেতা সোবহান আলী, জিন্নাত আলী, ফজলু, আনোয়ার হোসেন, আবুল কালাম, দলনেত্রী সুমাইয়া, খুরশিদা খাতুন প্রমূখ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আটঘরিয়া উপজেলার অস্বচ্ছল ৬০জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে প্রতিজনকে চাউল ৩কেজি, আলু ১ কেজি, ডাউল ৫০০গ্রাম, পেয়াজ ৫০০গ্রাম ১টি সাবান বিতরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন