পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) দেবোত্তর ব্রাঞ্চের আওতাধীন করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠী ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর ডিএম মোঃ সিরাজুর রহমান, পাবনা এরিয়ার ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, দেবোত্তর শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
পরে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ব্রাঞ্চের আওতাধীন করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠী ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন