রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
দুই সতীনের প্রতিদিনকার ঝগড়া থামাতে না পেরে অতিষ্ঠ হয়ে অবশেষে অন্তঃস্বত্তা দ্বিতীয় স্ত্রী মাহিনুর বেগমকে (৩৫) শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে স্বামী। ঘটনাটি জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামের। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে ঘাতক স্বামী আলামিন ফকিরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত ও গ্রেফতারকৃত আলামিনের স্বাীকারোক্তির বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, আফালকাঠী গ্রামের বাসিন্দা আলামিন ফকিরের প্রথম স্ত্রী থাকা সত্বেও মাহিনুর বেগম নামের এক নারীকে সে (আলামিন) দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে তার সংসারে ঝগড়া-বিবাদ লেগেই ছিলো। কারণে-অকারণে সামান্য বিষয় নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। দুই স্ত্রীর ঝগড়ার কারণে অতিষ্ঠ হয়ে ওঠেন আলামিন।
রবিবার রাতে দ্বিতীয় স্ত্রী মাহিনুর বেগমের সাথে আলামিনের ঝগড়া হয়। একপর্যায়ে চার মাসের অন্তঃস্বত্তা মাহিনুর বেগমকে মারধর করে গলাটিপে ধরার পর সে (মাহিনুর) মারা যায়। পরবর্তীতে উপায়অন্তুর না পেয়ে আলামিন তাদের বাড়ি সংলগ্ন সড়কের পাশে মাহিনুরের লাশ ফেলে রাখে।
ওসি আরও বলেন, স্থানীয়দের কাছে সোমবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পরে ঘটনার মূলরহস্য উদ্ঘাটনের জন্য শুরু হয় পুলিশের তদন্ত। একপর্যায়ে বিকেলে নিহতের স্বামী আলামিন ফকিরের কথায় সন্দেহ হলে তাকে আটক করা হয়। রাতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বিতীয় স্ত্রী মাহিনুর বেগমকে হত্যার কথা স্বাীকার করে আলামিন।####