আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে একাধিক মামলার পলাতক আসামী বশির সরদার (৩৮) কে সোমবার রাতে অভিযান চালিয়ে এসআই তৈয়বুর রহমান গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বশির আগৈলঝাড়া থানার নিয়মিত মামলা নং-১-২/৬/২০) ও নেছারাবাদ থানার জিআর ৫৩৫/১৯ মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃত বশিরকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।