বেসরকারি সংস্থা সিদীপ এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাবনার ভাঙ্গুড়ায় করোনাকালে ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় ভাঙ্গুড়া উপজেলা চত্বরে সিদীপের ভাঙ্গুড়া শাখা ব্যবস্হাপক মোঃ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করে ভাংগুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল। ।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান, সিদীপের পাবনা এলাকার এরিয়া ম্যানেজার মোঃ সাইফুল ইসলামসহ মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই শতাধিত মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন।
#চলনবিলের আলো / আপন