#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ফরিদপুর_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি ওয়ারেছ আলীর জীবনী পরিচিতি
#মো:_ওয়ারেছ_আলীঃ
কবি মোঃ ওয়ারেছ আলী পাবনা জেলার ফরিদপুর উপজেলার কালিয়ান গ্রামে জন্মগ্রহণ করেন ,পিতা:আহাদ আলী প্রা:মাতা: দিলজান খাতুন
একাডেমীক যোগ্যতা: বিএ(পাশ কোর্স)১৯৭৫ সালে বাংলাদেশ নৌবাহিনী তে যোগদান করেন।ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন।তখন থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। মূলত সমাজের নানাবিধ অনিয়ম, জুলুম,অসংগতির বিরুদ্ধে তার কলম চালিত হয়।দেশপ্রেম মূলক কবিতা বেশি লেখেন।ফরিদপুর প্রত্যয় সাহিত্য পরিষদের একজন একনিষ্ঠ সদস্য। বিশেষ করে তার লেখা “আমি দেখেছি” একটি মুক্তিযুদ্ধ সম্পর্কিত মনে দাগ কাটার মতো প্রকাশনা। তিনি পাথার,প্রত্যাশায় নিয়মিত লেখেন।তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো:আমি দেখেছি, বাংলাদেশ, নানা নাতির কথোপকথন, মুজিব শতবর্ষ ইত্যাদি।তিনি কবি সাদিয়া পারভীন এর পিতা।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#অনলাইন_মিডিয়াঃ “নৈতিক ভাঙ্গুড়া” এবং “দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল থেকে প্রকাশিত হবে।
#ভাঙ্গুড়া উপজেলার কবি সাহিত্যিকদের জীবন বৃত্তান্ত।