সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৪:০৩ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জানান, করোনা ভাইরাসের অতিমারির কারণে এলাকায় করোনা রোগী দেখা যাচ্ছে। অনেকে কোথায় কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা জানেন না। সবদিক বিবেচনা করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইন্তাজ আলী খান, সদস্য ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

এলাকার অভিভাবকসহ সর্বস্তরের মানুষের জন্য এই কার্যক্রম উন্মুক্ত রয়েছে। মানুষ যেন অতি সহজেই করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন গ্রহণ করে টিকা নিতে পারেন। তিনি আরো জানান, প্রতিদিন সকাল ১০ ঘটিকা হতে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন কাজ প্রধান শিক্ষক নিজেই করেন এবং সহকারি শিক্ষক মোঃ আসলাম হোসেন তাঁকে সার্বিক সহযোগিতা করছেন। উল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ে উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রও চালু আছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর