সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও শোকদিবস পালন করা হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম, জামাল আহমেদ ।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন। মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিলা প্রমুখ।
সভাশেষে সাঁথিয়া যুব উন্নয়নের পক্ষ থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কিছু বেকার যুবকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছি। এই হত্যাকান্ডের পেছনে যাঁরা জড়িত ছিল তাদের মুখোশ উম্মোচন করবো ইনশাআল্লাহ।
#চলনবিলের আলো / আপন