বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নাটোরে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য কলেজের সামনে রাস্তার ডিভাইডারের মধ্য দিয়ে জবা,গোলাপ, রঙ্গন, কদম, ঝাউফুল সহ আরো অন্যান্য ৫০টির অধিক ফুল গাছের চারা রোপণ করা হয়।
এ সময় নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এস.এম সাহাদত হোসেন রাজিব এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান রবিন,যুগ্মসাধারণ সম্পাদক আপন আলী,যুগ্মসাধারণ সম্পাদক সাকলাইন নাবিল,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সহ অন্যান্য নেতারা।
ফুলের চারা রোপন শেষে এস এম সাহাদত হোসেন রাজিব বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সব সময় মাঠে ছিলো,আছে এবং থাকবে। তিনি আরো বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। ছাত্রলীগ বরাবরই ভালো কাজের অংশীদার হতে পছন্দ করে। এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণে বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানান তিনি।
নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
#চলনবিলের আলো / আপন