১৩ আগস্ট সকাল ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত টিকা সংকট কাটাতে দুর্নীতি থামানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। কর্মসূচীতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় শিক্ষাধারার সহ-সভাপতি তৈয়বা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম হামলা করা হয়েছে গণটিকা কার্যক্রমে, সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করা হয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যর্থ হয়ে। এমন পরিস্থিতির উত্তরণের জন্য নাগরিক ঐক্যবদ্ধতা তৈরি করতে হবে, তবে তা যেন নিরীহ কাউকে ব্যবহার বা অপব্যবহার করে না হয়। মনে রাখতে হবে, জনগনের রাজনীতিতে প্রতারণা করলে তা জনগন বুঝতে পারে।
#চলনবিলের আলো / আপন