পাবনায় ১১শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কন্ঠের পাঠক সংগঠন শুভ সংঘ স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন বুধবার সকালে পাবনা জেলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
এদিকে একই দিন বেলা ১২ টার দিকে আটঘরিয়ার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুজ্জাতুল্লাহ, কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. ইমরান হোসেন, সদস্য শরীফ মাহ্দী, আশরাফ জীবন, পাবনা জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক শেখ রাফসান যানী সজিব প্রমুখ।
সেখানে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মেহেদী হাসানসহ শুভ সংঘের কেন্দ্রীয় ও পাবনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পাবনা জেলা স্কুল মাঠে ও আটঘরিয়ায় অসহায় ও দুস্থ পরিবার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে বিকেলে ঈশ^রদী উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন