পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার ও আটঘরিয়া বাজারে দোকান খোলার অপরাধে ৮জন ব্যবসায়ীকে ২৪শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার ৮ জুলাই আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।
করোনা ভাইরাস সংক্রমণরোধে চলমান লকডাউনে আটঘরিয়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ প্রশাসন প্রতিনিয়তই ব্যবসায়ীদেরকে বারং বারং দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা দোকান খুলে বেচাকেনা করতে থাকে। এসময় আটঘরিয়া থানার এসআই শাজাহান আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজার থেকে ৮জন ব্যবসায়ীকে দোকান খোলার অপরাধে আটক করে। পরে উপজেলা নিবার্হী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৩০০টাকা করে মোট ২৪ টাকা জরিমানা করেন।
#চলনবিলের আলো / আপন