এই সময়ের চিত্রনায়িকাদের মধ্যে মেধা, সৌন্দর্য ও মননে অন্যতম চিত্রনায়িকা আইরিন সুলতানা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে আলাদা একজন হিসেবে পরিণত করতে সক্ষম হয়েছেন। এই চিত্রনায়িকা সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সিনেমার নাম ‘কাগজ’। ইংরেজিতে ‘দ্য পেপার’। বাংলাদেশের সিনেমার নাম হিসেবে নামটি ব্যতিক্রম বটে। জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমনের সঙ্গে। নির্মাতা জুলফিকার জাহেদীর ‘কাগজ-দ্য পেপার’ নামের সিনেমাটি ক্লাসিক গল্পে নির্মিত হবে।
এক স্বনামধন্য লেখকের গল্প নিয়ে সিনেমাটি। এক যুগের মাঝের সব ফিলোসফি এবং কীভাবে সেই ফিলোসফির মৃত্যু হয় সে গল্পই সিনেমাটি তুলে ধরা হবে। সিনেমাটি নিয়ে শুরুতেই জানতে চাইলে আইরিন বলেন, ‘কাগজ-দ্য পেপার’ একটা গল্পনির্ভর ছবি। দর্শকদের যাতে ভালো লাগে এমন একটা ছবি বানানোর প্রয়াস। লকডাউনে শেষ হলেই সিনেমাটির কাজ শুরু হবে। এখন এই সিনেমার জন্যই নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করছি। এদিকে লকডাউনে নিজেকে একেবারে ঘরবন্দি করে রেখেছেন আইরিন। বই পড়ে, সিনেমা দেখে, গেমস খেলে সময় পার করছেন। মূলত মানসিকভাবে যাবে প্রফুল্ল রাখতে নিজেকে সব সময় ব্যস্ত রাখছেন। আইরিন বলেন, আমরা তো এখন লকডাউনে অভ্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে একটু একঘেয়েমিতা চলে আসে। কিন্তু কিছু করার নেই আসলে। এই মুহূর্তে ঘরে থেকে নিজেকে ও নিজের আশপাশের মানুষদের সেফ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে, সর্বশেষ মার্চে আইরিন অভিনীত ‘গন্তব্য’ নামের একটি সিনেমা মুক্তি পায়। ১২/১৩টা হলে সিনেমাটি মুক্তি পায়। পুরনো দিনের কথা স্মরণ করে আইরিন সবশেষ বললেন, আমরা যারা সিনেমা হলে ঘুরে অভ্যস্ত তাদের জন্য এটা আসলে অন্যরকম ভালো লাগা। বলে বোঝানো যাবে না। এ ব্যাপারগুলো মিস করছি। অপেক্ষা করছি কবে পরিস্থিতি ঠিক হবে। পরিস্থিতি ঠিক হলেই হলে গিয়ে সিনেমা দেখবো। নিজের সিনেমা, সহকর্মীদের সিনেমা সব দেখবো।