মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৫ বছর থেকে শুরু করে দেশে শতভাগ করোনার ভ্যাকসিন নিশ্চিতের লক্ষে সরকার দেশের প্রতিটা ইউনিয়নে গণটিকা কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছেন।
৭ ই আগস্ট শনিবার সকাল ৯ টায় বৃষ্টি উপেক্ষা করে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে গণটিকার উদ্বোধন করেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম।
এ সময় উপস্থিত সকলের সামাজিক দূরত্ব ও মাস্ক নিশ্চিত করে বয়োজ্যেষ্ঠ ও মহিলাদের অগ্রাধীকার দিয়ে এই গণটিকা কার্যক্রম শুরু করা হয়। ইউনিয়নের ২৫ উর্ধ ৬০০ জনকে আজ টিকা দেওয়া হবে।
উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তোজাম্মেল হক সেচ্ছাসেবকদের বলেন,যারা মাস্ক পড়ে না আসবে তাদের মাস্ক নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়া জোনাইলের ২৫ উর্ধ সকল জনগনের করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
এ সময় চেয়ারম্যান নিজ অর্থায়নে সেচ্ছাসেবকদের নিকট মাস্ক দেন।
উক্ত গণটিকা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা,জোনাইল ইউপি সচিব সঞ্চয় কুমার চাকী,ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,প্রচার সম্পাদক আব্দুর রশিদ,পরিষদের সদস্যবৃন্দ সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
#চলনবিলের আলো / আপন