করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল শনিবার পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। এদিন উপজেলার ৫ টি ইউনিয়নের ১৫ টি কেন্দ্রে ৩ হাজার মানুষকে টিকা প্রদান করা হবে। আজ (৬ আগস্ট ) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম । তিনি জানান, ভ্যাকসিন গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড ( যারা ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে।
যেসব বুথে টিকা প্রদান করা হবে- মন্ডতোষ ইউনিয়ন : গজারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন : পাটুলী পাড়া উচ্চ বিদ্যালয, রাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টমনিষা ইউনিয়ন : ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়,বড় বিশাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গদাই রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় দিলপাশার ইউনিয়ন: আদাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা দাখিল মাদ্রাসা, বড় পাটুল সরকারি প্রাথমিক বিদ্যালয় খানমরিচ ইউনিয়ন : করতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিপুর সিকেবি মাদ্রাসা । এসকল বুথে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত প্রতি বুথে ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলেও প্রেসব্রিফিংয়ে জানানো হয়।
#চলনবিলের আলো / আপন