সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

ই-পেপার

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাগবাটি বনিক সমিতির দোকান বন্ধ রেখে শোক পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৫ জুন, ২০২০, ৪:০৪ অপরাহ্ণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

আঃলীগের সভাপতি মন্ডলির সদস্য, ১৪দলের সমন্বয়ক ও সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি বনিক সমিতির উদ্যোগে দোকান বন্ধ রেখে শোক পালন করা হয়েছে। বাগবাটি বনিক সমিতির সভাপতি মোঃ মঞ্জুর মোর্শেদ সজল ও সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন এর নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় শনিবার (১৩ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজারের সকল দোকান পাট বন্ধ রেখে এই শোক কর্মসূচি পালন করা হয়। এবিষয়ে বাগবাটি বনিক সমিতির সভাপতি মোঃ মঞ্জুর মোর্শেদ সজল বলেন, আমাদের প্রিয় নেতা, ১৪ দলের সমন্বয়ক ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলীর সন্তান, আমাদের উত্তরবঙ্গের প্রাণ পুরুষ, রাজপথ কাপানো নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে শোক প্রকাশ হিসাবে বাগবাটি হাটের সকল দোকান পাট দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ রেখে শোক পালিত হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার পরিবারকে আল্লাহ শোক সামলানোর শক্তি দিক বলেও জানান তিনি।

 

উল্লেখ্য যে, জ্বর ও কাশির মত উপসর্গ নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে থাকা অবস্থায় গত ৫ জুন সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে নাসিমকে নেয়া হয় লাইফ সাপোর্টে। এরপর দুই দফা তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এলেও লাইফ সাপোর্ট সরানো সম্ভব হয়নি। শনিবার সকাল ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর