১৯৫২ এর একুশ তুমি
ভাষা আন্দোলনে শত্রুর বুলেটে
ভাষা শহীদের রক্তে ভেজা রাজপথ,
হায়েনার কবল হতে
মাতৃভাষা রক্ষার অগ্নি শপথ।
একুশ তুমি দেখেছো
জিন্নাহর বাংলা বিরোধী হিংস্রাত্বক উক্তি,
বাঙ্গালীদের কঠোর আন্দোলনে
হায়েনার কবল হতে বাংলা মায়ের মুক্তি।
বাংলা মায়ের একুশ তুমি
ঢাকার রাজপথে ভাষার মিছিলে
হায়েনার কামানের গুলি,
একুশ তুমি উর্দু হঠিয়ে
এনে দিয়েছো আমার বাংলা মায়ের বুলি।
স্বাধীনতার স্বপ্ন একুশ তুমি
রফিক জব্বারের জমাটকৃত রক্ত স্তুপ,
নির্যাতিত শোষিত বাঙ্গালীর স্বাধিকার
আন্দোলনের এক সংগ্রামী রুপ।