সিরাজগঞ্জ প্রতিনিধি :
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে সিরাজগঞ্জে ৭দিন ব্যাপী শোক পালন করা হচ্ছে।
রোববার (১৪ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও থানা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলের নেতাকর্মীরা কালো ব্যজ ধারণ করেছে। মরহুমের আত্মার শান্তি— কামনায় দলীয় অফিসগুলোতে চলছে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। কোথাও কোথাও গায়েবানা জানাযা পড়া হয়েছে।
সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ছোনগাছা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও বিএনপি ও সর্বস্তরের জনগণ অংশ নেয়।
অপরদিকে এনায়েতপুর থানা আওয়ামীলীগের আয়োজনে স্মরণসভা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় নাসিমের জীবনী নিয়ে আলোচনা করতে কান্নায় ভেঙ্গে পড়েন দলের প্রবীণ নেতৃবৃন্দ। থানা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ আব্দুল মজিদ মন্ডল বলেন, জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গোটাদেশবাসি শোকাহত। তার রুহের মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে কোরআন খতমসহ জেলা আ’লীগের নেয়া ৭দিন ব্যাপী নানা কর্মসূচি এনায়েতপুরে যথাযথ ভাবে পালন করা হবে।
এছাড়াও কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ, উললাপাড়া, চৌহালী ও শাহজাদপুরে মোহাম্মদ নাসিমের রূহের মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামীলীগ নেতাকর্মীসহ সর্বস্ত—রের সাধারণ মানুষ।