এসএম স্বপন(যশোর)অফিসঃ
বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (১৪ জুন) বেলা ১২ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটক শরিফুল বেনাপোল সাদিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন খবর আসে, একজন মাদক পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে সাদিপুর আস্তানা মোড়ে অবস্থান করছে।এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।