পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুল্লাহ খান (৬৮) গত ২৫ জুলাই রাত দশটার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না—–রাজীউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। গতকাল ২৬ জুলাই সোমবার বাদ জোহর রাষ্ট্রূীয় মর্যাদায় জানাজা নামাজ শেষে রামনগর কবরস্থানে তার দাফন সম্পর্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ওসি তদন্ত নয়ন কুমার সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাইমিনুল হোসেন চঞ্চল প্রমূখ। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষ।
#চলনবিলের আলো / আপন