নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা ভিটেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, এলাকার কৃষক শাহেদ আলীর ছেলে নাটোর এনএস কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মকবুল হোসেন (২২) গোসল সেরে বাড়ির উঠানে টানানো জিআই তারে লুঙ্গি শুকাতে গেলে বিদ্যুৎস্পর্শে মারা যান। এসময় মকবুলের আপন মামা মরহুম কেতাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৭) একইভাবে বিদ্যুৎস্পর্শে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, বাড়ির রান্নাঘরের বিদ্যুতের তারে ফল্ট ছিল। কিন্তু তারটি পাশের কাপড় শুকানো জিআই তারটির সাথে লেগে থাকায় বিদ্যুতায়িত হয়। মা ভাগ্নে ওই তারে লুঙ্গি শুকাতে গেলে তারাও বিদ্যুতায়িত হন।
#চলনবিলের আলো / আপন