আমি দেখবে তোমায়
কোন এক স্বপ্ন ঘেরা রাতে
আঁকাবাকা মেঠোপথে সবুজ গালিচায়
প্রান্তের যত ইচ্ছে লুকিয়ে আছে
তোমার কাজল কালো চোখের
গোলাপি ঠোঁটে
কাচের চুড়ির বাহারি হাতে
আমি তোমাকে দেখবো
দুচোখ ভরে।
বনলতা!
তোমার চুলের ঘ্রান নেব
কোন মধুশ্রেরি জোছনার
পাশে বসে মেহেদী রঙে রঙ্গিন করবো তোমার হাত
বনলতা,
তোমার খোঁপায় গুজে দেব রজনী গন্ধা
লাল ফিতায় বেঁধে দেব তোমার অগোছালো কেশে,
বেনি যেমন করে
মেঠোপথে তোমার কমল হাতে ইস্পর্শের
রঙিন করবো পৃথিবী
রংধনুর সাত রঙে।
বনলতা,
তোমার ঝুমকোলতা দুলে
দুলেছে হৃদয়, দুলেছে কাশবন হিমেল হাওয়াই
অতৃপ্ত ভালবাসায়
বনলতা, চেয়ে আছি তোমার দিকে
ছেড়ে যাবে নাত, আমাকে!
এই ভূবন পথে
ভালবাসি তোমায় ভালবাসি যতদিন পৃথিবী রবে।
(পরিচিতঃ
মোঃ আশরাফুজ্জামান শাওন
সাতক্ষীরা সরকারি কলেজ
ব্যবস্থাপনা বিভাগ)