মুমূর্ষু রজনী তিক্ত আছে
নয়নের মনি কোঠায়
ভোরের আকাশে পুষ্প ঝরে
মেঘ উড়াল পাখায়,
ফেলে আসা স্মৃতি আজ দীপ্ত নীলিমায়
কেন জানি করুন কণ্ঠে গেয়েছি গান
সে নিদ্রাহীন রাত্রি গান,
আঁখির কোণে কালির ছোবল
দেখেছো কি প্রিয় ?
সে প্রথম প্রহরের কথা
জ্বলে ওঠা অন্তহার আকাশের দীপ্ত শিখা
প্রাণের স্পন্দনে ধমনীর স্রোত বয়
ডুবে যায় নীলিমার স্বপ্নতায়ন আঁখি পাতে
ঠোঁটের সীমানাই শুভ্র হাসির খোরাক
অন্ত লগ্নে নাহি ফিরে চাই
পাষণ্ড মন বলিয়া দিবি মজনুর কারাগার
ধমনীর লুপ্তরহি ফিরিয়ে দিল আমার
সময় চলিত দিন চলিল সপ্তাহ চলিল সবি
কেমন করে ভুলি তোমায় আমি
চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল
প্রাণ কাঁদে মন কাঁদে ভেঙেছে হৃদয়
স্মৃতির বকুল দাঁড়িয়ে আছে
বলিতে নাই পারি।
নয়ন মেলে দেখেছ আমায় আড়ালে গেছো কেঁদে
সুখে থাকো ভালো থাকো ,কাঁদিয়া ফিরেছি সবে
প্রিয়তমা, আজও ভুলি নাই, ভুলি নাই
তোমায় আমি।
#চলনবিলের আলো / আপন