টাঙ্গাইলের নাগরপুর উপজেলার, ভাদ্রা ইউনিয়নের জালালিয়া নদীতে গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে দুই ভিন্ন জেলার ভিন্ন উপজেলার সীমান্ত এলাকার এলাকাবাসীর সমন্বয়ে এলাকা ভিত্তিক নৌকা বাইচ আয়োজন করা হয়। বর্ষার পানি বেড়ে চলায় গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে এবং দুই জেলার সীমান্ত এলাকার সামাজিক বন্ধন অটুট রাখতে এমন উদ্যােগ গ্রহণ করেন স্থানীয় এলাকাবাসী। এতে দর্শক হিসেবে যুক্ত হয় নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন সীমান্ত এলাকা এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার তালুকনগর সীমান্ত এলাকার জনসাধারণ।
সরেজমিনে, এসে দেখা যায় ছোট, বড় ডিঙি, কোষা নৌকা নিয়েও এসেছেন এই উৎসব উপভোগ করতে এবং অংশগ্রহণ করেছে তিনটি গজারি খেল্লা নৌকা যার দুটি নাগরপুরের এবং একটি দৌলতপুরের অন্তর্গত।
এদিকে গজারি খেল্লা নৌকার মালিক মোঃ আয়ান মিয়া বলেন, আগের দিনের মত এখন আর সচরাচর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয় না। এখন প্রায় বিলুপ্তর দিকে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ। তাই এলাকাবাসীর মনে একটু আনন্দ দিতে এই উদ্যোগ।
প্রসঙ্গত, আজকের এই আয়োজনটি ছিলো একদমই ঘরোয়া এলাকা ভিত্তিক আয়োজন। কোনো রকম আনুষ্ঠানিক মাইকিং কিংবা কোনো প্রচারণা ছিলো না। আশেপাশের এলাকার জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়েই সন্ধ্যার আগেই আয়োজন শেষ হয়।
#চলনবিলের আলো / আপন