পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি পালন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চ্যানেল এস-এর বর্ষপূর্তি ও প্রেসক্লাবের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মোঃ জাহেরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তর মহাখালির অবসরপ্রাপ্ত ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে চ্যানেল এস-এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু , সদস্য সালাম মুর্শেদী সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল এস অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মধ্যেমে দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও দেশ ও মানুষের কথা তুলে ধরতে চ্যানেল এস আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিগণ। চ্যানেল এস-এর শ্লোগান “ সব কথা সবার কথা” তা প্রমাণ দিয়েছে তাদের নিউজের মাধ্যমে। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিক কেবল খবর সংগ্রহ করেন না, তারা খবরের গভীরে গিয়ে সত্যকে তুলে আনেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এমনকি নিজের জীবনকে তুচ্ছ করে তারা ছুটে চলেন সংবাদের পিছনে। সভাপতির বক্তব্যে মোঃ ইউসুফ আলী বলেন, এটি সমাজের প্রতি দায়িত্ব ও অঙ্গিকার। আটোয়ারী উপজেলা প্রেসক্লাব পেশাগত মর্যাদা ও সামাজিক দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে এই ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্ব ও আলোচনা সভা শেষে চ্যানেল এস-এর বর্ষপূতির কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।