টাঙ্গাইলের নাগরপুর মৎস্য বাজারে অভিযান চালিয়ে রাক্ষসে প্রজাতির ৩ কেজি ওজনের মাছ জব্দ করে উপজেলার মৎস্য অফিসার মাসুম বিল্লাহ।
বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।
এসময় দ মৎস্য বলেন, এ প্রজাতির মাছ হলো আফ্রিকান মাছ। এই রাক্ষস প্রজাতির মাছ বাংলাদেশে ছড়িয়ে পরলে দেশিও মাছের জন্য হুমকি হয়ে দাড়াবে, তাই এধরনের মাছ বাজারজাত করা, চাষ করা অবৈধ।
তিনি আরও বলেন, কিছু অসাধু মাছ চাষকারী উক্ত প্রজাতির মাছ চাষ করছে। পর্যায়ক্রমে আমরা সেখানেও অভিযান চালাবো। উক্ত মাছ জব্দ করে, নঙ্গিনাবাড়ী হায়াতুননেছা মহিলা মাদ্রাসার ছাত্রীদের খাবারের জন্য মাদ্রাসার মোহতামিমের নিকট প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোঃ জায়েদুল ইসলাম এসিস্ট্যান্ট নাগরপুর উপজেলা মৎস্য অফিস, মোঃ শহীদুল ইসলাম সিরাজী, মোঃ ইউসুফ আলী প্রমূখ।
#চলনবিলের আলো / আপন