যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা রোগীর চিকিৎসায় আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও মেডিক্যাল সরঞ্জাম প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ৩০ পিস পাল্স অক্সি মিটার ও ১০ হাজার মেডিক্যাল মাস্ক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলীমুর রাজিবের নিকট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল।
আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন, পরিচালক আহমেদ মিনহাজুল আবেদিন সেলিম, নাঈমুল হাসান জনি, সদস্য ফারাজী নাসির উদ্দিন, লিটন ঘোষ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন