পাবনার সাঁথিয়া উপজেলা কাশিনাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রামভদ্রবাটি গ্রামের মোছা:জাহানারা বেগম প্রধানমনত্রী দেওয়াষ ঘর উপহার হিসেবে পেয়ে সুন্দর ভাবে বসবাস করছেন। আর এই ঘর পেয়ে মোছা:জাহানারা বেগম অত্যান্ত খুশি এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।প্রধান মন্ত্রী দেওয়া ঘর উপহার হিসাবে পেয়ে মোছা:জাহানারা বেগম জানান, যে আগে আমার থাকার মত তেমন কোন ঘর ছিল না।যখন বৃষ্টি আসত তখন ঘরের ভেতরে পানি পড়ত। এমনকি রাতে ঘুমানো সমস্যা হত।তিনি আরো জানান যে আমার স্বামী মারা গেয়েছে।
আমার একমাত্র কন্যা সুন্তান রয়েছে যে ক্লাস পঞ্চম শ্রেণীতেপড়াশুনা করছে।তিনি আরো জানান যে আমি কষ্টে জীবন যাপন করেছে আমার কোন সরকারি ভাতা নেই তাই আমাকে সমাজ সেবার পক্ষ হতে একটা ভাতা করে দিলে অত্যান্ত খুশি হতাম। এবং আমার একমাত্র কন্যা সুন্তানকে ভালোভাবে পড়াশুনা করাতে পারতাম।