শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ভার্চুয়াল সভায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ

‘অধিকার ও পছন্দই মূল কথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাক্সিখত জন্মহারে সমাধান মেলে।’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিও রতন ঘটকের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অন্যান্যদের মধ্যে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য ও পবিার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ডা. অসিম রঞ্জন হালদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল ইসলাম, সুশান্ত কুমার দাস, সঞ্জয় ঢালী, পরিমল হালদার, প্রিন্স ওঝা, পরিবার কল্যান সহকারী করুনা রানী সরকার প্রমুখ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিও রতন ঘটক জানান, প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন হলেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে তেমন কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।

তিনি আরও জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়াারি পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ এক হাজার। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ, গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর, নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর, পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর