করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় একদিনে সর্বোচ্চ ৭১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবৎকালেরও সর্বোচ্চ রেকর্ড। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১০৯ জন। এর আগেরদিন ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৮৪ জন।
একই সময়ে শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজন এবং বিভাগের মোট পাঁচজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
#চলনবিলের আলো / আপন