শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ই-পেপার

ঝিনাইদহে ১৫’শ শ্রমিক দিনমজুরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ

ঝিনাইদহে করোনার কারণে কর্মহীন শ্রমিক দিনমজুর ১৫’শ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ১০ কেজি করে চাল ও নগদ ৩’শত করে টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশীদুর রহমান রাসেল উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও মৃত্যু হার বাড়ছে। এই সংকট মোকাবিলায় জেলা প্রশাসন সর্বদা মাঠে রয়েছে। আমাদের সচেতনতার বিকল্প নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খাদ্যের কোন ঘাটতি নেই। কেউ খাদ্য কষ্টে থাকবে না। মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, কেউ খাদ্যের সংকটে পড়লে ৩৩৩ নাম্বারে ফোন করলে প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পৌছে যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর