শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ই-পেপার

জামালপুরে বকশীগঞ্জের সাংবাদিক রাজ্জাক মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১, ৬:২১ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জের প্রবীণ সাংবাদিক আঃ রাজ্জাক মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে একটি মহল। চিহ্নিত ওই মহলটি একটি অনলাইন ও ফেসবুকে অপপ্রচার করছে বলে অভিযোগ করেন সাংবাদিক রাজ্জাক মাহমুদ। শুধু তাই নয় ওই মহলটি বকশীগঞ্জের অন্যান্য সাংবাদিকদের নিয়েও মিথ্যা , বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেসবুকে অপপ্রচার করে চলেছেন।

এ বিষয়ে সাংবাদিক রাজ্জাক মাহমুদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অনেকের রক্ষচক্ষুর শিকার হচ্ছেন। গত এপ্রিল মাসে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক। সিদ্দিকুর রহমান সিদ্দিকের দলীয় মনোনয়ন ক্রয় করার খবরটি তিনি সংবাদ হিসেবে প্রচার করলে কতিপয় ব্যক্তিরা এনিয়ে অপপ্রচার করতে থাকে। তারা শুধু সিদ্দিককেই নয় আমাকেও ব্যক্তিগতভাবে ঘায়েল করতে মিথ্যা, অপপ্রচার করে যাচ্ছেন। তিনি আরো জানান, আমি ২৮ বছর যাবত সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছি । আমার সুনাম ক্ষুণ করতে মরিয়া হয়ে পড়েছে একটি কুচক্রী মহল। তাই আমি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিকে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে মিথ্যা, অপপ্রচার করায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় ও জেলার সাংবাদিক বৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর