শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ই-পেপার

লামায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ নাজমুল হুদা, লামাঃ
আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১, ৩:৫২ অপরাহ্ণ

বান্দরবানের লামায় করোনা ভাইরাস( কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়ামিন পারভীন তিবরীজি, সিভিল সর্জন ডাঃ অং সুই প্রু মারমা,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরায়জী, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও লামার পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, ইউএনও মোঃ রেজা রশিদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,ওসি মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় মিল্কি রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী,পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম,পিআইও মোঃ মজনুর রহমান,ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন, জালাল উদ্দীন কোং, সাংবাদিক, সুশীল সমাজ,হেডম্যানসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, করোনাকালে সংক্রমণ প্রতিরোধে প্রয়ােজনে লকডাউন ও সরকারি নির্দেশনা প্রতিপালনে কঠোর হতে হবে। সেখানে স্বাস্থ্যবিধি পালনের বিষয়টি সাধারণ মানুষকে সচেতন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি এবারে ইদে হাট বাজার অনলাইনে কেনা- বেচা প্রতি গুরুত্বারোপ করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর