প্রধান মন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শণ করলেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস।
শুক্রবার বিকেলে বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের নির্মিত ১৩টি পাকা বাড়ি ও নির্মানাধীন ঘরের নির্মান কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আওলাদ হোসেন, স্থানীয় সমাজসেবক শাজাহান হোসেন।
এসময় পাকা বাড়ি নির্মাণ ও নির্মানাধীন ঘরের কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন প্রশান্ত কুমার দাস।
#চলনবিলের আলো / আপন