সুর্য্যের গতির ন্যয় জন্ম তার
আবহমান বাংলার ছেলে
সে তো আমাদের নেতা মুজিবর
চিরচেনা সংগ্রামী ছেলে ।
অসহায় মানুষের জন্যে
করেছে প্রানপণ সংগ্রাম
সহ্য করতে হয়েছে কত
জুলুম আর অত্যাচার
তবুও সে আমাদের অহংকার।
দেশের জন্যে, ভাষার জন্যে
প্রতিবাদী কন্ঠে দিয়েছে ডাক
ফুটাবে বলে মুখের বুলি
বাংলা মায়ের সোনালী বাক।
স্বপ্ন পুরনের রুপকার
বঙ্গবন্ধু মোদের অলংকার
মানুষের মাঝে থাকবে তুমি
মাথা উচু করে থাকবে তুমি সংগ্রামী।
এম.এ. মান্নান
পিরোজপুর, দেলদুয়ার, টাঙ্গাইল।
মাবাইল- ০১৭২৪-৮৩২৫৩৬