লকডাউনে বিপাকে পড়েছে পলাশবাড়ীতে আটকে পড়া কর্মহীন ভাসমান বেদে পরিবারের সদস্য’রা।। জরুরী খাদ্য সহায়তা প্রয়োজন-
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- করোনাকালীন লকডাউন চলাকালীন সময়ে বিপাকে পড়েছে গাইবান্ধার পলাশবাড়ীর কর্মহীন ভাসমান বেদে পরিবারগুলো।
লকডাউনের কারণে বর্তমানে ভাসমান বেদে পরিবারগুলো আশ্রয়স্থল থেকে বের হতে না পাড়ায় তারা কর্মহীন হয়ে পড়ে। এতে চরম খাদ্য সংকটে ভুগছে বেদে পরিবারগুলো।
পৌর এলাকার রংপুর বাসষ্ট্যান্ডের উত্তর পার্শ্বে কাজল মৎস্যহ্যাচারী সংলগ্ন ও রংপুর বগুড়া মহাসড়কের পার্শ্বে জুনদহ এবং গাইবান্ধা সড়কের সাকোয়া ব্রীজের সন্নিকটে প্রায় ৫০টি ভাসমান বেদে পরিবারের শতাধিক সদস্যরা লকডাউনের আগে থেকেই বসবাস করে অাসছে।
লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়ায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।
বেদে সর্দার বরকত আলী ও মানিক মিয়া জানান, আমরা ভাসমান মানুষ,আমাদের স্ত্রী সন্তান নিয়ে পথেই থাকতে হয়। লকডাউনের ফলে বাহিরে গিয়ে কর্মে যেতে না পেরে থাকতে হচ্ছে তাঁবুতেই। খাবারের সমস্যা হচ্ছে খুবই। আমাদের খাদ্য সহায়তায় উপজেলা প্রশাসন ও বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসার অনুরোধ করছি।
#চলনবিলের আলো / আপন