শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে লকডাউনের বিধিনিষেধ অমান্য করলেই জরিমানা

জহরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৯:০২ অপরাহ্ণ

দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ৭ দিন থেকে বাড়িয়ে আরো ৭ দিনের কঠোর লকডাউন জারি করা হয়েছে।১লা জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই এই লকডাউন চলছে। বৃহস্পতিবার সকালে হরিপুর উপজেলার বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছে চেকপোস্ট বসানো হয়েছে।
জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর করিম উপজেলার বিভিন্ন হাটবাজারে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছেন। আইন অমান্য করলেই হলে নগদ অর্থ জরিমানা করছেন। হরিপুর থানার একটি দল প্রত্যন্ত এলাকার হাটবাজারে লকডাউন কার্যকরে টহল ও প্রচার অভিযান চালাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাঁঠালডাঙ্গী বাজার’সহ কয়েকটি বাজারের দোকান থেকে জরিমানা আদায় করা হয়েছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় এসব জরিমানা আদায় করা হয়। প্রতিদিন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর করিম।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর