শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে ১ লক্ষ ৬৬ হাজার টাকার চায়না জাল ধ্বংস

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৮:০৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও বেড় জাল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (৮জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গয়হাটা ইউনিয়নের স্বল্পপাকুটিয়া গ্রামে প্রায় ১৬ হাজার এবং বনগ্রাম গ্রামে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার চায়না ও বেড় জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই- জাহানের এ অভিযান পরিচালনা করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাছুম বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।জব্দকৃত চায়না ও বেড় জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর