মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

ই-পেপার

রবিবার মোহাম্মদ নাসিমের মরদেহ সিরাজগন্জে আনা হবে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২০, ৪:১৭ অপরাহ্ণ

কে ,এম আল আমিন :

শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান,রোববার সকাল ১০টায় সোবহান মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সিরাজগঞ্জে। সেখানে সাড়ে ১১টায় বি এ কলেজ মাঠে হবে দ্বিতীয় জানাযা। বাদ যোহর কাজীপুর উপজেলায় হবে তৃতীয় জানাযা। এরপর ঢাকায় ফিরে বাদ আছর বনানী কবরস্থানে তার বাবা ক্যাপ্টেন মনসুর আলীর কবরের পাশে দাফন করা হবে।

 

বিপ্লব বড়ুয়া আরও জানান, মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের সঙ্গে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে সমবেদনা জানিয়েছেন। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।

 

সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে। শোতবার্তায় মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর