ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
৮ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে অতি উৎসাহী কিছু ব্যক্তি মাস্কবিহীন অবস্থায় রাস্তায় বের হওয়ায় এবং কাপড়ের দোকান,জুতার দোকান, কসমেটিকের দোকান খোলা রাখায় ১১ জন ব্যক্তিকে ৩ হাজার ৬ শত ৮৫ টাকা জরিমানা করা হয়। সদর উপজেলার রুহিয়া চৌরাস্তা,কালিতলা বাজার ও রামনাথ বাজার এলাকায় আইন অমান্যকারীদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান সরকার।
#চলনবিলের আলো / আপন