শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ই-পেপার

লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে পলাশবাড়ী উপজেলা প্রশাসন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে ৭ জুলাই বুধবার সেনা ও পুলিশ সদস্যদের টহল দিনব্যাপী পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ও বাংলাদেশ সেনাবাহিনী’র ৬৬ পদাতিক ডিভিশন (আর্টিলারী) থেকে আগত পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমিশন্ড অফিসার ক্যাপ্টেন মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে এ টহল পরিচালিত হয়।

টহল শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান,করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়নে প্রশাসন দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবহিকতায় চলমান লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায় ২২ মামলায় ১৩ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর