শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ই-পেপার

করোনা গখরো সাপের চেয়েও মারাত্মক – মজাহারুল হক প্রধান এমপি

জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৫:৩২ অপরাহ্ণ

করোনা গখরো সাপের চেয়েও মারাত্মক ! বলেছেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান-এমপি। করোনা ভাইরাস বিস্তার রোধে বিধি নিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, বিষাক্ত গখরো সাপ একজন মানুষকে কামড়ালে একজন মানুষই মারা যায়। আর করোনা ভাইরাসে একজন আক্রান্ত হলে দ্রুত তার পরিবার সহ অন্যান্য মানুষকে আক্রান্ত করে। যার পরিনতি কঠিন ভয়াবহ। তিনি সবাইকে সচেতনতা অবলম্বনের মাধ্যমে নিজেকে ও পরিবারকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। বুধবার (০৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান-এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ , বণিক সমিতির সম্পাদক জামিলুর রেজা মানিক , প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ উপকারভোগীগণ। উপজেলা নির্বাহী অফিসার জানান, চলমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্থ হোটেল শ্রমিক, স্যালুন, মুচি, সিএনজি চালক, অটো বাইক চালকদের মাঝে আজ ২৩৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সমাগ্রী প্যাকেজ(চাল ১০ কেজি আলু কেজি, লবন কেজি, মুশারী ডাল কেজি ও সোয়াবিন তেল ১লিটার) বিতরণ করা হচ্ছে। লকডাউনে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সমাগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর