শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু এসিল্যান্ডসহ ১১ জনের করোনা শনাক্ত ,আক্রান্তর হার ৭৩ভাগ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৪:০৭ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনুসহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছেন সাবেক সেনা সদস্য, আওয়ামী লীগ নেতা নূর মোহম্মদ গাজী। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ২শ ৩৩জনে।

মঙ্গরবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, তাঁর ননদ ও একজন কর্মচারী করোনা আক্রান্তর খবরের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম। ইউএনও জানান, আক্রান্তরা সবাই নিজ বাসায় আইস্যুলেশনে রয়েছেন।

এদিকে করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের সাবেক সেনা সদস্য ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহ-সভাপতি নূর মোহম্মদ গাজী (৭৩)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম জানান, মঙ্গরবার ১৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১১জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তর হার ৭৩ভাগের উপরে। উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা ২শ ৩৩জন।

সূত্র মতে, আক্রান্তরা হচ্ছেন রাজিহার গ্রামে জোৎস্না রানী দাস. উর্মি দাস ও উৎসব দাস, সুজনকাঠী গ্রামের রিপন হালদার, গৈলা গ্রামের শাওন সরদার ও মাসুদ আহম্মেদ, ফুল্লশ্রী গ্রামের আলাউদ্দিন, পূর্ব সুজনকাঠী গ্রামের বিলকিস বেগম, মশিউর রহমান, রত্নপুর গ্রামের কাজী মনিরুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, করোনা ভাইরাসে আক্রান্তরা সবাই নিজ নিজ বাড়িতে আইস্যুলেশনে রয়েছেন। আক্রান্তরা সবাই জ¦র, কাশি ও গলা ব্যাথা নিয়ে করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর